ঠনঠনিয়া কালীমাতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঠনঠনিয়া কালীমাতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ঠনঠনিয়া কালীমাতা


লোকমুখে প্রচলিত আছে, ঠনঠনিয়া কালীমাতা বেশ জাগ্রত। মা ভক্তদের আকুল আকুতিতে ,সারা দিতে ব্যাকুল হয়ে উঠেন। মা কাউকে খালি হাতে ফেরান না। 

মায়ের দর্শনে মায়ের দিব্যজ্যোতি মনের সকল কালো মুছিয়ে মনকে আলোয় ভরিয়ে তুলে । মনে শক্তি ও সাহস যোগায়।সকল ভক্ত মার কৃপা ও করুণা লাভ করুক ,মায়ের কাছে এই প্রার্থনা রাখি।

ভ্রামরী প্রাণায়াম কীভাবে করবেন?

  ‘ভ্রমর’ শব্দের অর্থ মৌমাছি, আর ভ্রামরী প্রাণায়ামের মূল বৈশিষ্ট্য হলো এটি করতে করতে মৌমাছির গুঞ্জনের মতো শব্দ করতে হয়। কীভাবে এই প্রাণায়াম ...