আদি লক্ষ্মী
সুমনস বন্দিত সুন্দরি মাধবি চন্দ্র সহোদরি হেমমযে।মুনিগণ বন্দিত মোক্ষপ্রদায়িনী মঞ্জুল ভাষিণী বেদনুতে।
পঙ্কজবাসিনী দেবসুপূজিত সদ-গুণ বর্ষিণী শান্তিনুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী পরিপালয় মাম্ ।
দেবী ধনলক্ষ্মী
ধিমিধিমি ধিন্ধিমি ধিন্ধিমি দিন্ধিমী দুন্দুভি নাদ সুপূর্ণময়ে।ঘুমঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম শঙ্খনিনাদ সুবাদ্যনুতে।
বেদ পুরাণেতিহাস সুপূজিত বৈদিক মার্গ প্রদর্শযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী ধনলক্ষ্মী রূপেণ পালয় মাম্।
দেবী ধান্যলক্ষী
অহিকলি কল্মষ নাশিনী কামিনী বৈদিকরূপিণী বেদময়ে।ক্ষীরসমুদ্ভব মঙ্গলরূপিণী মন্ত্রনিবাসিনী মন্ত্রনুতে।
মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী দেবগণাশ্রিত পাদযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী ধান্যলক্ষ্মী পরিপালয় মাম্।
গজ লক্ষ্মী
জয় জয় দুর্গতিনাশিনী কামিনী বৈদিক রূপিণী বেদমযে।রধগজ তুরগপদাতি সমাবৃত পরিজন মণ্ডিত লোকনুতে।
হরিহর ব্রহ্ম সুপূজিত সেবিত তাপ নিবারিণী পাদযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী রূপেণ পালয় মাম্।
দেবী সন্তানলক্ষ্মী
অয়ি খগবাহিনী মোহিনী চক্রিণী রাগবিবর্ধিনী জ্ঞানময়ে।গুণগণবরিধী লোকহিতৈষিণী সপ্তস্বর ভূষিত গাননুতে।
সকল সুরাসুর দেব মুনীশ্বর মানব বন্দিত পাদযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী সন্তানলক্ষ্মী পরিপালয় মাম্।
দেবী বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী
জয়বরবর্ষিণী বৈষ্ণবী ভার্গবী মন্ত্র স্বরূপিণী মন্ত্রময়ে।সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাসিনী শাস্ত্রনুতে।
ভবভয়হারিণী পাপবিমোচনি সাধু জনাশ্রিত পাদযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্যলক্ষ্মী সদাপালয় মাম্।
দেবী বিদ্যালক্ষ্মী
প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবী শোকবিনাশিনী রত্নময়ে।মণিময় ভূষিত কর্ণবিভূষণ শান্তি সমাবৃত হাস্যমুখে।
নবনিধিদায়িনী কলিমলহারিণী কামিত ফলপ্রদ হস্তযুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষ্মী সদাপালয় মাম্।
দেবী বিজয়লক্ষ্মী
জয় কমলাসনি সদ্গতিদায়িনী জ্ঞানবিকাসিনী গানময়ে।অনুদিনমর্চিত কুঙ্কুম ধূসর ভূষিত বসিত বাদ্যনুতে।
কনকধরাস্তুতি বৈভব বন্দিত শঙ্করদেশিক মান্যপদে।
জয় জয় হে মধুসূদন কামিনী বিজয়লক্ষ্মী পরিপালয় মাম্।