মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নিত্যদিনের সহজ জ্যোতিষ টোটকা



👉 এক গ্লাস জল নিয়ে ,১১বার ক্লীম বলে, হালকা ফুঁ দিয়ে পান করুন। পান করার সময়, মনে পজিটিভ কোনো ইচ্ছা কিংবা কাজের কথা ভাবুন। অবশ্যই আপনার সেই ইচ্ছা কিংবা কাজ সম্পাদন হবে। 


👉 কাউকে কোনো অর্থ দেয়ার সময়, পাঁচবার ৭০৮ নাম্বারটি ,মনে মনে জপ করুন। অবশ্যই সেই অর্থ, কোনো না কোনো ভাবে ইউনিভার্স আপনাকে ফেরত দেবে। 


👉 অল্প পরিমান দারুচিনি গুঁড়া একটা পলিথিন ব্যাগ এ ভরে ,বালিশের নিচে রেখে রাতের বেলা ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালবেলা, সেই গুঁড়া স্নানের জলে মিলিয়ে স্নান করুন। দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইচ্ছে বা কাজ .দ্রুত সম্পন্ন হবে। 


তথ্যসূত্র: ইন্টারনেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্রামরী প্রাণায়াম কীভাবে করবেন?

  ‘ভ্রমর’ শব্দের অর্থ মৌমাছি, আর ভ্রামরী প্রাণায়ামের মূল বৈশিষ্ট্য হলো এটি করতে করতে মৌমাছির গুঞ্জনের মতো শব্দ করতে হয়। কীভাবে এই প্রাণায়াম ...