বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বাংলায় নবগ্রহ বীজমন্ত্র


সূর্যের বীজমন্ত্র
‘ওম হাং হীং হৌং সঃ সূর্যায় নমঃ’
👉রবিবার সকালে স্নানের পরে ১০৮ বার এই মন্ত্র জপ করা ভালো |
চন্দ্র বীজমন্ত্র
‘ওম শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রমসে নমঃ’
👉সোমবার সকালে ১০৮ বার এই মন্ত্র জপ করা ভালো |
মঙ্গল বীজমন্ত্র
‘ওম ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’
👉
মঙ্গলবার সকালে ১০৮ বার এই মন্ত্র জপ করা ভালো |
বুধ বীজমন্ত্র
‘ওম ব্রাং ব্রীং ব্রৌং সঃ বুধায় নমঃ’
👉বুধের বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |
বৃহস্পতি বীজমন্ত্র
‘ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ’
👉রোজ সন্ধেবেলা এই বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |
শুক্র বীজমন্ত্র
‘ওম দ্রাং দ্রীং দ্রৌং সঃ শুক্রায় নমঃ’
👉শুক্রবার সকালে স্নানের পর এই বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |
শনি বীজমন্ত্র
‘ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ’
👉শনিবার এই বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |
রাহু বীজমন্ত্র
‘ওম ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ’
👉
রোজ রাতে এই বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |
কেতু বীজমন্ত্র
‘ওম স্রাং স্রীং স্রৌং সঃ কেতবে নমঃ’
👉রোজ রাতে এই বীজমন্ত্র ১০৮ বার জপ করা ভালো |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শ্রী কেনগাল অঞ্জনেয়া স্বামী মন্দির

কেনগালে হনুমানের রহস্য ভারতের সংস্কৃতি শুধু প্রাচীনই নয়, বরং আজও মানুষকে টানে তার রহস্য আর শক্তিতে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মন্দির আ...