মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিত্যদিনের জলের টোটকা



আজ কিছু জলের টোটকা পড়লাম , একদম সহজ। তাই শেয়ার করলাম। 

  • প্রতি বৃহস্পতিবার সকালে সামান্য হলুদের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। ভাল আর্থিক উন্নতি হয়।
  • 'ঘরের ঈশান কোণে একটা মাটি বা তামার পাত্রে জলপূর্ণ করে রেখে দিন। আর্থিক উন্নতি দ্বিগুণ হবে। জল শুকিয়ে গেলে বা অপরিষ্কার হয়ে গেলে তখন পাত্রটা পরিষ্কার করে আবার জলপূর্ণ করে রেখে দিন।
  • একটা পাত্রে গঙ্গাজল বা কোনও পরিষ্কার জল নিন। পাত্রটি হাতে রেখে গায়ত্রী মন্ত্র জপ করুন। তার পর সেই জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিন। এর ফলে বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।
  • রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা পাত্র ভর্তি করে জল রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জলটা গাছের গোড়ায় ঢেলে দিন, এতে অতিরিক্ত মানসিক চাপ বা দীর্ঘ দিন ধরে মানসিক চাপের হাত থেকে মুক্তি মিলবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাবিত্রী ও সত্যবানের গল্প

প্রাচীনকালে অশ্বপতি নামে এক রাজা ছিলেন। তাঁর অনেক বছর ধরে সন্তান ছিল না। বহু প্রার্থনা ও যজ্ঞ করার পর দেবী সাভিত্রী তাঁকে কন্যা সন্তান দান ক...