দুর্গা শিবা মহালক্ষ্মী-র্মহাগৌরী চ চংডিকা । সর্বতীর্থমযী পুণ্যা দেবযোনি-রযোনিজা । নির্গুণা নিরহংকারা সর্বগর্ববিমর্দিনী । পার্বতী দেবমাতা চ বনীশা বিংধ্যবাসিনী । দেবতা বহ্নিরূপা চ সতেজা বর্ণরূপিণী । কর্মজ্ঞানপ্রদা কাংতা সর্বসংহারকারিণী । কামাক্ষী কামসংহর্ত্রী কামক্রোধবিবর্জিতা । সুজযা জযভূমিষ্ঠা জাহ্নবী জনপূজিতা । ভারতী ভ্রামরী কল্পা করালী কৃষ্ণপিংগলা । জ্যেষ্ঠেংদিরা মহামাযা জগত্সৃষ্ট্যধিকারিণী । কাত্যাযনী কলাতীতা কালসংহারকারিণী । জ্ঞানরূপা নিরাকারা ভক্তাভীষ্টফলপ্রদা । স্বধা নারীমধ্যগতা ষডাধারাদিবর্ধিনী । নিম্নগা নীলসংকাশা নিত্যানংদা হরা পরা । সরস্বতী সর্বগতা সর্বাভীষ্টপ্রদাযিনী । ইতি শ্রীদুর্গাষ্টোত্তরশতনামস্তোত্রং সমাপ্তম্ ॥ |
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
শ্রী দুর্গা অষ্টোত্তর শত নাম স্তোত্রম্
শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম্
অযি গিরিনংদিনি নংদিতমেদিনি বিশ্ববিনোদিনি নংদিনুতে
গিরিবরবিংধ্যশিরোধিনিবাসিনি বিষ্ণুবিলাসিনি জিষ্ণুনুতে ।
ভগবতি হে শিতিকংঠকুটুংবিনি ভূরিকুটুংবিনি ভূরিকৃতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 1 ॥
সুরবরবর্ষিণি দুর্ধরধর্ষিণি দুর্মুখমর্ষিণি হর্ষরতে
ত্রিভুবনপোষিণি শংকরতোষিণি কল্মষমোষিণি ঘোররতে । [কিল্বিষ-, ঘোষ-]
দনুজনিরোষিণি দিতিসুতরোষিণি দুর্মদশোষিণি সিংধুসুতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 2 ॥
অযি জগদংব মদংব কদংববনপ্রিযবাসিনি হাসরতে
শিখরি শিরোমণি তুংগহিমালয শৃংগনিজালয মধ্যগতে ।
মধুমধুরে মধুকৈটভগংজিনি কৈটভভংজিনি রাসরতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 3 ॥
অযি শতখংড বিখংডিতরুংড বিতুংডিতশুংড গজাধিপতে
রিপুগজগংড বিদারণচংড পরাক্রমশুংড মৃগাধিপতে ।
নিজভুজদংড নিপাতিতখংড বিপাতিতমুংড ভটাধিপতে [-চংড]
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 4 ॥
অযি রণদুর্মদ শত্রুবধোদিত দুর্ধরনির্জর শক্তিভৃতে
চতুরবিচারধুরীণ মহাশিব দূতকৃত প্রমথাধিপতে ।
দুরিতদুরীহ দুরাশয দুর্মতি দানবদূত কৃতাংতমতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 5 ॥
অযি শরণাগত বৈরিবধূবর বীরবরাভযদাযকরে
ত্রিভুবন মস্তক শূলবিরোধি শিরোধিকৃতামল শূলকরে ।
দুমিদুমিতামর দুংদুভিনাদ মহো মুখরীকৃত তিগ্মকরে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 6 ॥
অযি নিজহুংকৃতিমাত্র নিরাকৃত ধূম্রবিলোচন ধূম্রশতে
সমরবিশোষিত শোণিতবীজ সমুদ্ভবশোণিত বীজলতে ।
শিব শিব শুংভ নিশুংভ মহাহব তর্পিত ভূত পিশাচরতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 7 ॥
ধনুরনুসংগ রণক্ষণসংগ পরিস্ফুরদংগ নটত্কটকে
কনক পিশংগ পৃষত্কনিষংগরসদ্ভট শৃংগ হতাবটুকে ।
কৃতচতুরংগ বলক্ষিতিরংগ ঘটদ্বহুরংগ রটদ্বটুকে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 8 ॥
সুরললনা ততথেযি তথেযি কৃতাভিনযোদর নৃত্যরতে
কৃত কুকুথঃ কুকুথো গডদাদিকতাল কুতূহল গানরতে ।
ধুধুকুট ধুক্কুট ধিংধিমিত ধ্বনি ধীর মৃদংগ নিনাদরতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 9 ॥
জয জয জপ্য জযে জয শব্দপরস্তুতি তত্পর বিশ্বনুতে
ভণ ভণ ভিংজিমি ভিংকৃতনূপুর সিংজিতমোহিত ভূতপতে । [ঝ-, ঝিং-]
নটিতনটার্ধ নটীনটনাযক নাটিতনাট্য সুগানরতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 10 ॥
অযি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনোহর কাংতিযুতে
শ্রিত রজনী রজনী রজনী রজনী রজনীকর বক্ত্রবৃতে ।
সুনযন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাধিপতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 11 ॥
সহিত মহাহব মল্লম তল্লিক মল্লিত রল্লক মল্লরতে
বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ভিল্লিক ভিল্লিক বর্গ বৃতে ।
সিতকৃত ফুল্লসমুল্লসিতারুণ তল্লজ পল্লব সল্ললিতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 12 ॥
অবিরলগংডগলন্মদমেদুর মত্তমতংগজ রাজপতে
ত্রিভুবনভূষণ ভূতকলানিধি রূপপযোনিধি রাজসুতে ।
অযি সুদতীজন লালসমানস মোহনমন্মথ রাজসুতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 13 ॥
কমলদলামল কোমলকাংতি কলাকলিতামল ভাললতে
সকলবিলাস কলানিলয ক্রমকেলিচলত্কলহংসকুলে ।
অলিকুল সংকুল কুবলয মংডল মৌলিমিলদ্ভকুলালি কুলে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 14 ॥
করমুরলীরব বীজিত কূজিত লজ্জিতকোকিল মংজুমতে
মিলিত পুলিংদ মনোহর গুংজিত রংজিতশৈল নিকুংজগতে ।
নিজগুণভূত মহাশবরীগণ সদ্গুণসংভৃত কেলিতলে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 15 ॥
কটিতটপীত দুকূলবিচিত্র মযূখতিরস্কৃত চংদ্ররুচে
প্রণতসুরাসুর মৌলিমণিস্ফুর দংশুলসন্নখ চংদ্ররুচে ।
জিতকনকাচল মৌলিপদোর্জিত নির্ভরকুংজর কুংভকুচে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 16 ॥
বিজিত সহস্রকরৈক সহস্রকরৈক সহস্রকরৈকনুতে
কৃত সুরতারক সংগরতারক সংগরতারক সূনুসুতে ।
সুরথসমাধি সমানসমাধি সমাধি সমাধি সুজাতরতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 17 ॥
পদকমলং করুণানিলযে বরিবস্যতি যোঽনুদিনং স শিবে
অযি কমলে কমলানিলযে কমলানিলযঃ স কথং ন ভবেত্ ।
তব পদমেব পরংপদমিত্যনুশীলযতো মম কিং ন শিবে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 18 ॥
কনকলসত্কল সিংধুজলৈরনুসিংচিনুতে গুণরংগভুবং
ভজতি স কিং ন শচীকুচকুংভ তটীপরিরংভ সুখানুভবম্ ।
তব চরণং শরণং করবাণি নতামরবাণি নিবাসি শিবং
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 19 ॥
তব বিমলেংদুকুলং বদনেংদুমলং সকলং ননু কূলযতে
কিমু পুরুহূত পুরীংদুমুখী সুমুখীভিরসৌ বিমুখীক্রিযতে ।
মম তু মতং শিবনামধনে ভবতী কৃপযা কিমুত ক্রিযতে
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 20 ॥
অযি মযি দীনদযালুতযা কৃপযৈব ত্বযা ভবিতব্যমুমে
অযি জগতো জননী কৃপযাসি যথাসি তথাঽনুভিতাসিরতে ।
যদুচিতমত্র ভবত্যুররি কুরুতাদুরুতাপমপাকুরু তে [মে]
জয জয হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে ॥ 21 ॥
ইতি শ্রী মহিষাসুরমর্দিনি স্তোত্রম্ ॥
ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
নারায়ণের প্রণাম
ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরি।।
শ্রীকৃষ্ণের প্রণাম
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ।
অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধু জগত্পতে।
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তু তে।।
শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর-শতনাম
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা-সাগর।।
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী।
শ্রীরাধার প্রাণধন মুকুন্দ-মুরারী।।
হরিনাম বিনে রে (ভাই) গোবিন্দ নাম বিনে।
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।।
দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে।
না ভজিনু রাধাকৃষ্ণ-চরণার বৃন্দে।।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।
মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হৈনু।।
ফলরূপে পুত্র-কন্যা ডাল ভাঙ্গি পড়ে।
কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে।।
যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে।
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।।
বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে।
নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।১
যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর-গোপাল।৩
ব্রজবালক নাম রাখে-ঠাকুর রাখাল।।৪
সুবল রাখিল নাম ঠাকুর কানাই।৫
শ্রীদাম রাখিল নাম রাখাল-রাজা ভাই।।৬
ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।৭
কালসোণা নাম রাখে রাধাবিনোদিনী।।৮
কুব্জা রাখিল নাম পতিত-পাবন-হরি।৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী।।১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।১১
কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া।।১২
অণ্বমুনি নাম রাখে দেবচক্রপাণি।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রাখে দেব নারায়ন।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র্য-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর।।২৪
বাসুকী রাখিল নাম দেব-সৃষ্টি-স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী।।২৬
নারদ রাখিল নাম ভক্ত-প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথী।২৯
জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।।৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নবজলধর।।৩৮
সম্বর্ত্তক রাখে নাম গোবর্দ্ধনধারী।৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০
অদিতি রাখিল নাম আরতি-সূদন।৪১
গদাধর নাম রাখে যমল-অর্জ্জুন।।৪২
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।৪৩
দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি।৪৫
বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬
বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি।৪৭
লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথি।।৪৮
সন্দীপনি নাম রাখে দেব অন্তর্য্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০
পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ণ নাম রাখিল সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩
ললিতা রাখিল নাম দুর্ব্বাদলশ্যাম।।৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।৫৬
আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম-ঘরণী।।৬০
ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১
দুর্ব্বাসা রাখেন নাম অনাথের নাথ।।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।৬৩
সর্ব্ব-যজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫
অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬
গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।৬৭
সর্ব্ববেত্তা রাখে নাম দ্বৈপায়ণ ব্যাস।।৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯
সুরলোক রাখে নাম অখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর।।৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি-দমন।৭৫
পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭
ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ-শশধর।।৭৮
সুমালী রাখিল নাম পুরুষ-প্রধান।৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ-প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে নন্দের-দুলাল।৮১
আহ্লাদিনী নাম রাখে ব্রজের-গোপাল।।৮২
দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩
জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি-চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।৮৭
জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব-মহাকাল।৮৯
বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল।।৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।৯১
সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২
ভাগুরি রাখিল নাম অগতির গতি।৯৩
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪
শুক্রাচার্য্য রাখে নাম অখিল-বান্ধব।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬
যদুগণ রাখে নাম যদুকুলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর-ভ্রমরী।১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী।।১০২
বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩
মাধুরী রাখিল নাম গোপ-মনোহারী।।১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট-পুরণ।১০৫
কুটিলা রাখিল নাম মদন-মোহন।।১০৬
মঞ্জরী রাখিল নাম কর্ম্মবন্ধ-নাশ।১০৭
ব্রজবধূ নাম রাখে পূর্ণ-অভিলাষ।।১০৮
রবিবার, ২৮ জুলাই, ২০২৪
নবগ্রহ গায়ত্রী মন্ত্র বাংলাতে || নিত্য পাঠে ,গ্রহদোষ কাটে
আমাদের পক্ষে নানা কারণে সবসময় গ্রহরত্ন পরিধান করা সম্ভব হয়না । তখন গ্রহের গায়েত্রীমন্ত্র পাঠ হতে পারে গ্রাহপীরা থেকে মুক্তির পথ । নিত্য পাঠে ,ভালো থাকুন সকলে ।
রবি গ্রহ
চন্দ্র গ্রহ
ওঁ ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহিঃ তন্নঃ চন্দ্রঃ প্রচোদয়াৎ।
ওঁ অঙ্গরকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌমঃ প্রচোদয়াৎ।
ওঁ সৌম্যরূপায় বিদ্মহে বাণেশায় ধীমহিঃ তন্নঃ বুধঃ প্রচোদয়াৎ।
ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহিঃ তন্নঃ জীবঃ প্রচোদয়াৎ।
ওঁ ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহিঃ তন্নঃ শুত্রঃ প্রচোদয়াৎ।
শনি গ্রহ
ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহিঃ তন্নঃ সৌরিঃ প্রচোদয়াৎ।
ওঁ শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ রাহুঃ প্রচোদয়াৎ।
ওঁ গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ।
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
ঠনঠনিয়া কালীমাতা
লোকমুখে প্রচলিত আছে, ঠনঠনিয়া কালীমাতা বেশ জাগ্রত। মা ভক্তদের আকুল আকুতিতে ,সারা দিতে ব্যাকুল হয়ে উঠেন। মা কাউকে খালি হাতে ফেরান না।
মায়ের দর্শনে মায়ের দিব্যজ্যোতি মনের সকল কালো মুছিয়ে মনকে আলোয় ভরিয়ে তুলে । মনে শক্তি ও সাহস যোগায়।সকল ভক্ত মার কৃপা ও করুণা লাভ করুক ,মায়ের কাছে এই প্রার্থনা রাখি।
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
নিত্যদিনের সহজ জ্যোতিষ টোটকা
👉 এক গ্লাস জল নিয়ে ,১১বার ক্লীম বলে, হালকা ফুঁ দিয়ে পান করুন। পান করার সময়, মনে পজিটিভ কোনো ইচ্ছা কিংবা কাজের কথা ভাবুন। অবশ্যই আপনার সেই ইচ্ছা কিংবা কাজ সম্পাদন হবে।
👉 কাউকে কোনো অর্থ দেয়ার সময়, পাঁচবার ৭০৮ নাম্বারটি ,মনে মনে জপ করুন। অবশ্যই সেই অর্থ, কোনো না কোনো ভাবে ইউনিভার্স আপনাকে ফেরত দেবে।
👉 অল্প পরিমান দারুচিনি গুঁড়া একটা পলিথিন ব্যাগ এ ভরে ,বালিশের নিচে রেখে রাতের বেলা ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালবেলা, সেই গুঁড়া স্নানের জলে মিলিয়ে স্নান করুন। দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইচ্ছে বা কাজ .দ্রুত সম্পন্ন হবে।
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলা হনুমান্ বজরংগ বাণ
জয় হনুমান্ |
হনুমান্ বজরংগ বাণ
নিশ্চয প্রেম প্রতীতি তে, বিনয করৈ সনমান ।তেহি কে কারজ সকল সুভ, সিদ্ধ করৈ হনুমান ॥
চৌপাঈ
জয হনুমংত সংত হিতকারী ।
সুন লীজৈ প্রভু অরজ হমারী ॥
জন কে কাজ বিলংব ন কীজৈ ।
আতুর দৌরি মহা সুখ দীজৈ ॥
জৈসে কূদি সিংধু মহিপারা ।
সুরসা বদন পৈঠি বিস্তারা ॥
আগে জায লংকিনী রোকা ।
মারেহু লাত গী সুরলোকা ॥
জায বিভীষন কো সুখ দীন্হা ।
সীতা নিরখি পরমপদ লীন্হা ॥
বাগ উজারি সিংধু মহং বোরা ।
অতি আতুর জমকাতর তোরা ॥
অক্ষয কুমার মারি সংহারা ।
লূম লপেটি লংক কো জারা ॥
লাহ সমান লংক জরি গী ।
জয জয ধুনি সুরপুর নভ ভী ॥
অব বিলংব কেহি কারন স্বামী ।
কৃপা করহু উর অংতরযামী ॥
জয জয লখন প্রান কে দাতা ।
আতুর হ্বৈ দুখ করহু নিপাতা ॥
জৈ হনুমান জযতি বল-সাগর ।
সুর-সমূহ-সমরথ ভট-নাগর ॥
ওং হনু হনু হনু হনুমংত হঠীলে ।
বৈরিহি মারু বজ্র কী কীলে ॥
ওং হুং হুং হুং হনু অরি উর সীসা ॥
জয অংজনি কুমার বলবংতা ।
শংকরসুবন বীর হনুমংতা ॥
রাম সহায সদা প্রতিপালক ॥
ভূত, প্রেত, পিসাচ নিসাচর ।
অগিন বেতাল কাল মারী মর ॥
রাখু নাথ মরজাদ নাম কী ॥
সত্য হোহু হরি সপথ পাই কৈ ।
রাম দূত ধরু মারু ধাই কৈ ॥
দুখ পাবত জন কেহি অপরাধা ॥
পূজা জপ তপ নেম অচারা ।
নহিং জানত কছু দাস তুম্হারা ॥
বন উপবন মগ গিরি গৃহ মাহীম্ ।
তুম্হরে বল হৌং ডরপত নাহীম্ ॥
জনকসুতা হরি দাস কহাবৌ ।
তাকী সপথ বিলংব ন লাবৌ ॥
জৈ জৈ জৈ ধুনি হোত অকাসা ।
সুমিরত হোয দুসহ দুখ নাসা ॥
চরন পকরি, কর জোরি মনাবৌম্ ।
যহি ঔসর অব কেহি গোহরাবৌম্ ॥
উঠু, উঠু, চলু, তোহি রাম দুহাঈ ।
পাযং পরৌং, কর জোরি মনাঈ ॥
ওং চং চং চং চং চপল চলংতা ।
ওং হনু হনু হনু হনু হনুমংতা ॥
ওং হং হং হাংক দেত কপি চংচল ।
ওং সং সং সহমি পরানে খল-দল ॥
অপনে জন কো তুরত উবারৌ ।
সুমিরত হোয আনংদ হমারৌ ॥
যহ বজরংগ-বাণ জেহি মারৈ ।
তাহি কহৌ ফিরি কবন উবারৈ ॥
পাঠ করৈ বজরংগ-বাণ কী ।
হনুমত রক্ষা করৈ প্রান কী ॥
যহ বজরংগ বাণ জো জাপৈম্ ।
তাসোং ভূত-প্রেত সব কাপৈম্ ॥
ধূপ দেয জো জপৈ হমেসা ।
তাকে তন নহিং রহৈ কলেসা ॥
দোহা
উর প্রতীতি দৃঢ়, সরন হ্বৈ, পাঠ করৈ ধরি ধ্যান ।
বাধা সব হর, করৈং সব কাম সফল হনুমান ॥
মা সরস্বতীর দ্বাদশ নাম স্তোত্র
প্রথমং ভারতী নাম , দ্বিতীয়ং চ সরস্বতী। তৃতীয়ং সারদা দেবী , চতুর্থং হংসবাদিনী॥ পঞ্চমং জগতী খ্যাতা, ষষ্ঠং বাগীশ্বরী তথা। সপ্তমং কুমুতি প্রোক্...
-
‘ভ্রমর’ শব্দের অর্থ মৌমাছি, আর ভ্রামরী প্রাণায়ামের মূল বৈশিষ্ট্য হলো এটি করতে করতে মৌমাছির গুঞ্জনের মতো শব্দ করতে হয়। কীভাবে এই প্রাণায়াম ...
-
এক ফোঁটা মধু মাটিতে পড়ে ছিল, তার পাশ দিয়ে একটি ছোট পিঁপড়া যাচ্ছিল। মধুর ঘ্রাণ পেয়ে থেমে গেল পিঁপড়াটি। ভাবল, একটু মধু খেয়ে নেই, তারপর স...
-
সূর্যের বীজমন্ত্র ‘ওম হাং হীং হৌং সঃ সূর্যায় নমঃ’ 👉রবিবার সকালে স্নানের পরে ১০৮ বার এই মন্ত্র জপ করা ভালো | চন্দ্র বীজমন্ত্র ‘ওম শ্রাং শ্রী...